দেশ জুড়ে রক্তদান দান দিবস উদযাপন
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি : সারা
দেশে আজ রক্ত দান দিবস উদযাপিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সন্থা নোবেল
জয়ী বিজ্ঞানী কার্ললেন্ড
স্টেইনারের জন্ম দিবস ১৪ জুন
রক্ত দান দিবস হিসেবে পালন করা হয়। এবারের
রক্তদান দিবসের থিম Give blood and keep the world beating অর্থাৎ
রক্তদান করুন এবং পৃথিবীর হৃদ স্পন্দন সঠিক ধরে রাখুন। অসমের
সঙ্গে পশ্চিমবঙ্গেও দিনটি উদযাপন করা হয়। নয়া
ঠাহরের কান্দির সংবাদদাতা আজ
জানান, মুর্শিদাবাদ জেলার
কান্দি শহরে আজ
বিশ্ব রক্তদান দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে, কান্দি
যশোহরি তথা আনুখা, ২ নাম্বার অঞ্চল, তৃণমূল
কংগ্রেসের উদ্যোগে একটি
বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান
শিবিরের আয়োজন করে ছিলেন। কান্দির বিধায়ক অপূর্ব
সরকার, তৃণমূল কংগ্রেস নেতা গৌরব চ্যাটার্জী তথা কান্দি রাজ হাইস্কুল প্রাক্তনী সন্দীপ ঘোষাল প্রমুখ। কান্দি
রাজ হাইস্কুলের ১৯৯০ মাধ্যমিক
ব্যাচ জনহিতকর নানা কাজ নিরলসভাবে
করে চলেছে। করোনা অতিমারীর সময় ভালো কাজ করছে। কান্দি পৌরসভা
করোনা প্রতিরোধে প্রচুর
কাজ করছে। পৌরসভার চেয়ারপার্সোন বিধায়ক
অপূর্ব সরকার ডেভিড বলে বেশি পরিচিত তারই
উদ্যোগে ব্যবস্থপনায়
অতিমারী মোকাবিলা চলছে। কান্দির রেড ভলান্টিয়ারও
প্রশংসামূলক কাজ করছে।
কোন মন্তব্য নেই