অসমের পেপার মিল দুটি নিলাম করার নোটিশ,মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার দাবি শ্রমিক সংগঠনের
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি : হিন্দুস্থান পেপার করপোরেশনের
অধীন পাঁচগ্রাম এবং জাগিরোড পেপার মিল দুটি নিলামের
জন্যে আনুষ্ঠিকভাবে নোটিশ
দেওয়া হল। নোটিশ
দিয়েছেন পেপার মিলের লিকুইডেটর কুলদীপ বার্মা। আগামী ৩০ জুন এই
নিলাম হবে। সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। আজ ১ জুনে এই নোটিশ জারি হয়েছে। ২০১৯ সালের ২ মে ও ১৪ মের
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল নিউ
দিল্লির আদেশের ভিত্তিতে লিকুইডেটর
বার্মা এই আদেশ দেন। এই
নীলামের নোটিশের প্রেক্ষিতে বরাক তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বরাক উপত্যকার বর্তমান রাজনৈতিক দলের নেতারা
সম্পূর্ণ ব্যর্থ
হয়েছে। আজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে
এই মন্তব্য করেন গুয়াহাটি
হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী দাইয়ান হোসাইন। বলেন, মইনুল
হক চৌধুরী, সন্তোষ
মোহন দেব, বিমলাংসু
রায় প্রমুখরা থাকলে শিল্পহীন, অনুন্নত
বরাকের একমাত্র শিল্প বন্ধ হত না। নেতারা পেপার মিল নিয়ে যে আশ্বাস দিয়েছিল
তা রক্ষা করতে পারেনি। তাই তাদের বরাকের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের আহ্বযক প্রদীপ দত্ত
রায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আমরা নিলাম করতে দেব না। বরাকের একমাত্র শিল্প পেপার
মিল হাজার হাজার বরাকবাসী বেকার
হয়ে পড়বে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে। বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ছেন।নগাঁও এবং কাছাড় পেপার মিলে র অনুমোদিত যৌথ একশন কমিটি র পক্ষ্যে সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সাধারণ সম্পাদক আনন্দ বরদলৈ এক যৌথ আবেদন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করে বলেছেন নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার সুবর্ণ সুযোগ কারখানা দুটিকে অধিগ্রহণ করুন ।তারা মুখ্যমন্ত্রী কে স্মরণ করিয়ে দেন কেরালা সরকার হিন্দুস্থান পেপার করপোরেশন অধীন এক পেপার মিল অধিগ্রহন করেছে। স্মরণ করিয়ে দিয়েছেন দুটি পেপার মিলের অধীন 2000 একর জমি আছে মুম্বাই, কলকাতা,দিল্লি গুয়াহাটি ডিমা হাসও জেলার বহু সম্পত্তি হাসপাতাল বাজার স্কুল আছে।অসমের পেপার মিল দুটিতে 30 মেগাওয়াট করে বিদ্যুত উৎপাদনের ক্যাপ্টিভ পাওয়ার জেনেরেশন ইউনিট আছে অসমে বিদ্যুত উৎপাদনে সহায়তা করবে। অসম হিন্দ মজদুর সভা, রাজ্যের কংগ্রেস, বাম দল গুলো অবিলম্বে নিলামের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মিল টি অধিগ্রহন করার দাবি জানিয়েছেন। জে এ সি আর ইউর দুই নেতা মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন গত 4 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলে ছিলেন পেপার মিল দুটি আত্মনির্ভর অসম গড়ার উজ্জ্বল উদাহরণ। সেই কেন্দ্রীয় সরকার জলের দরে বিক্রি করে দিতে চাইছে অসমের একমাত্র শিল্প কে।
কোন মন্তব্য নেই