ভ্যাকসিন নিলে মৃত্যুর হার মাত্র ০.০০০২ শতাংশ, বললেন কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রক
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে দুটি
ডোজ ভ্যাকসিন নিলে মৃত্যুর
কোনও সম্ভবনা নেই। স্বাস্থ্যমন্ত্রক
জানিয়েছে।
মৃত্যুর হার মাত্র ০.০০০২ শতাংশ।
গতকাল দেশে প্রথম ভ্যাকসিন নিয়ে ৬৮ বছরের
একজন মারা গেছেন বলে এ ই এফ আই-এর ম্যানেজিং ডিরেক্টর এন কে
আরোরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। নীতি আয়োগের স্বাস্থ্য
সম্পর্কীয় উপদেস্টা ভি কে পল বলেছেন,
উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওই
ব্যক্তি অন্যান্য রোগে ভুগছিলেন। দেশে আক্রান্তের
সংখ্যা কমের দিকে। একদিনে ৬২ হাজার ১৭৬ মাত্র। মৃত্যু
হয়েছে ২ হাজার ৫৩৯ জনের। অসমে আক্রান্ত হয়েছে ৩৪১৫ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের।
কোন মন্তব্য নেই