অসম বিধানসভার প্রবেশমুখে হাতির দাঁতকে ফুল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম বিধানসভার প্রবেশ মুখে বহু বছর থেকে বিশাল হাতির দুটি দাঁত রেখে শোভা বর্ধন করা হয়েছে। কিন্তু কেউ কোনো দিন ভাবেনি একটি ফুল দিয়েও শ্রদ্ধা জ্ঞাপন করার কথা। নতুন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী দায়িত্বে বসার পর শ্রদ্ধা জানানো হচ্ছে। অবহেলিত হাতির আত্মা শান্তি পাবে, বিধানসভারও মঙ্গল হবে।
কোন মন্তব্য নেই