Header Ads

গুয়াহাটিতে কারফিউ জারি হবে ২ টা থেকে, দোকানপাট ১টা পর্যন্ত খোলা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম সরকার আজ নতুন এস ও পি জারি করে গুয়াহাটি সহ কামরূপ  মেট্রো জেলাতে  দুপুর  টা থেকে  ভোর টা পর্যন্ত কারফিউ জারি করেছে। বেলা ১২টার বদলে টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আজ ডিমা-হাসাও  জেলার কোভিড পরিস্থিতি পর্যলোচনা  করার পর  নতুন এস ও পি জারি করেন।  ডিমহাসাওদক্ষিণ-পশ্চিম শালমারা, কার্বি-আংলং, চিরাংবঙ্গগাইগাঁও এবং চোরাইদেও জেলাতে গত ১০ দিনে ৪০০র মধ্যে আক্রান্তর সংখ্যা, তাই এই জেলাতে বিকাল টা থেকে ভোর টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কাছাড়, তিনসুকিয়া, ডিব্রুগর, শোনিতপুর এবং নগাঁ জেলাতে সংক্রমণ কমেনি। আগের এস ও পি চলবে। ২৫টি জেলাতে টা থেকে কারফিউ অব্যাহত থাকবে। ২২ জুন পর্যন্ত আর্ন্তজেলা পরিবহন বন্ধ থাকবে। বিবাহ পার্বন, অন্ত্যেষ্টিক্রিয়া, ধর্মীয় স্থানে ১০ জনের বেশি লোককে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে না। বরাক উপত্যকার কাছাড় জেলার উপর বিশেষ দৃষ্টি থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.