প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ পথে ইয়াস পরিস্থিতি দেখলেন
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানকে সঙ্গে নিয়ে আকাশ পথে ওড়িশা ও
পশ্চিমবঙ্গের উপকূল বর্তী অঞ্চল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ পথে ইয়াস পরিদর্শন যাওয়ার পথে কলাইকুনদা বিমান বন্দরে কয়েক মিনিটের জন্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ২০ হাজার কোটি টাকার ক্ষয় ক্ষতির হিসাব তুলে দেন । সঙ্গে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, "আপনি বলেছিলেন বলে এত দুর থেকেও দেখা করতে এলাম। আগে কথা দেওয়া হয়েছে তাই দীঘা যেতে হবে,, বৈঠকে থাকতে পারলাম না। অনুমতি দেন তো যেতে পারি। সেই বৈঠকে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও অন্য তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বাংলা ঝাড়খন্ড এবং ওড়িশাকে ইয়াসের ক্ষতি বাবদ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই ঘুর্ণি ঝড়ে সুন্দরবনের বাঘ প্রকল্পের বিরাট ক্ষতি হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, এখন রাজনীতি করার সময় নয়। বাংলার স্বার্থে কাজ করতে হবে। আজ কলকাতা হাইকোর্ট চার হেভিওয়েট নেতাকে নারদ মামলায় অর্ন্তবর্তী জামিন মঞ্জুর করেছেন। শর্ত দেওয়া হয়েছে সংবাদপত্রের কাছে মুখ খুলতে পারবেন না মন্ত্রী সুব্রত মুখার্জী, মন্ত্রী ফিরহাদ হাকিম, বিজেপি শোভন চট্যপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এই চার অভিযুক্ত।
কোন মন্তব্য নেই