Header Ads

দেশে ডিজিটাল নিয়ন্ত্রন আইন আসছে

কলকাতাঃ দেশে ফেসবুক, হোয়াটসআপ, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে এদেশে কন্টেন্ট, চ্যাট, পোস্টগুলো পর্যবেক্ষণ করার জন্যে একজন কমপ্লেন অফিসার  নিয়োগ করতে হবে। সেই অফিসারকে অবশ্যই ভারতীয় হতে হবে। কোনো কন্টেন্ট বা বিষয় নিয়ে  কেন্দ্র আপত্তি জানালে ৩৬ ঘন্টার মধ্যে তা সরিয়ে ফেলতে  হবে। কেন্দ্রীয়  আইন মন্ত্রী রবি শঙ্কর প্রাসাদ বলেছেন নতুন তথ্য  প্রযুক্তি আইনে  ঘাবড়ানোর কিছু নেই। টুইট বার্তায় বলেন,  নয়া আইনে   গ্রাহকরা  অভিযোগ জানাবার সুযোগ পাবে। তা যাতে অপব্যবহার না হয় তা নিশ্চিত করবে কেন্দ্র। বলেন, ভারত সরকার নাগরিকদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে দায়বদ্ধ অপরাধের উৎস সন্ধানে এই আইন। টুইটার কর্তৃপক্ষ  আইনটি তিনমাস পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.