অমল গুপ্ত, গুয়াহাটি : অসম বিধানসভার
নবনির্বাচিত ১২৬ জন বিধাযকের শপথ
গ্রহণ অনুষ্ঠানের জন্যে সংসদীয় গণতান্ত্রিক পরম্পরা
অনুযায়ী রাজপাল বা তার অনুপস্থিতিতে
রাজ্যের প্রধান বিচারপতি একজন সিনিয়র বিধায়ককে প্রটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণের দায়িত্ব দিতে পারেন। কিন্ত রাজ্যে আজ রাজ্যপাল জগদীশ মুখী অনুপস্থিত থাকায় রাজ্যের প্রধান বিচারপতির
পরিবর্তে রাজ্যের মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া সব চেয়ে বেশি সময়ের অগপ বিধায়ক প্রাক্তন খাদ্যমন্ত্রী ফনিভূষণ চৌধুরীকে স্পটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করান। সংবিধান
বিশষজ্ঞদের অভিমত এক জন মুখ্যসচিব একজন স্পিকারের থেকে কম মর্যাদাসম্পন্ন,
তিনি একজনকে বিধায়ককে শপথবাক্য পাঠ করাতে পারেন। তবে স্পটেম স্পিকার হিসাবে মার্য্যাদাসম্পন্ন কাউকে শপথবাক্য পাঠ করাতে পারেন না। অগপর বিশিষ্ট নেতা ৮ বারের বিধায়ক ফনি ভূষণ চৌধুরী স্পটেম স্পিকার হিসাবে ১২৩ বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। অসমে করোনার গ্রাফ কিছুটা
কমেছে বলে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আশার বাণী শোনান, দেশেও কমছে। প্রতিদিন যেখানে তিন/চার লাখ আক্রান্ত হচ্ছিল আজ
তিন লাখের কম আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যুর
হার কমছে না। ৪ হাজার ৬০০ মত মারা গেছে। মুখ্যমন্ত্রী
হিমন্তবিশ্ব শৰ্মা গত পরশু রাত আড়াইটাতে গুয়াহাটি
মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন কোভিড রুগীদের খবর নিতে
গতকাল রাত দেড়টাতে ভিডিও কনফারেন্স করে জেলার ডিপুটি কমিশনার মানবেন্দ্র প্রতাপ সিঙকে তেজপুর হাসপাতাল সিনিয়র ডাক্তাররা উপস্থিত
আছেন কিনা খবর নেন। কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন। স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্ৰী হর্ষ বর্ধনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি
দাবি করেন রাজ্যে অক্সিজেন সহ হাসপাতাল বেড কিছুরই সমস্যা
নেই। গুয়াহাটি মেডিক্যাল কলেজের
সুপার বৈশ্য বলেন, ব্ল্যাক ফ্যাংগাস নিয়ে উদ্বেগের কিছু নেই। সরকারের
হাতে সব প্রতিষেধক আছে। পশ্চিমবঙ্গে নারদ মামলায়
চার হেভিওয়েট নেতা জামিন পেলেন না।
মন্ত্রী ববি হাকিম, সুব্রত মুখপাধ্যায় প্রাক্তন
মন্ত্রী মদন মিত্র ও বিজেপির শোভন চট্টপাধ্যায়কে আজ রাতেও জেলে কাটাতে হবে। কাল
ফের শুনানি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভবনের সামনে তৃণমূল সমর্থকরা ভেড়ার পাল নিয়ে
গিয়ে তার অপসারণ দাবি করে। রাজ্য পাল জরুরি রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে।
কোন মন্তব্য নেই