Header Ads

নিউইয়র্ক টাইমস ভারতের বদনাম করছে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আমেরিকার  সংবাদপত্র  নিউ ইয়র্ক টাইমস ভারতের করোনা সংক্রমণ নিয়ে  অসত্য তথ্য দিয়ে  বদনাম করছে। নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য  ডাক্তার ভি কে পল  এই গুরুতর অভিযোগ করে বলেন, সংবাদপত্রটি দাবি করেছে ভারতে ৪২ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। তা সম্পূর্ণ অসত্য। উদ্দেশ্য প্রনদিত, নিউজ টির উৎস জানাবার দাবি জানিয়েছেন ডা:পল। মুখপাত্র লব আগারওয়াল ওই অসত্য  খবরের নিন্দা করেছেন। বলেছেন,  ভারতে করোনা ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, এপর্যন্ত লাখ ১৮ হাজার ৮৯৫ জনের মৃত্যু হয়েছে অসমে গত ২৪ ঘন্টায় ,৭০৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯০ জনের। পজিটিভিটির হার .৭৮ শতাংশ। অসমে ২০ জুনের মধ্যে করোনা অনেকটা কমবে। তবে তৃতীয় ওয়েভ এলে সমস্যা হবে। ভারতের প্রেস ইনফরমেশন  ব্যুরো  তথ্য অনুযায়ী আজ ৪৪দিনে  আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে লাখ ৮৬ হাজার। আরগ্য হয়েছে ২লাখ ৫৯ হাজার ৪৫৯ জন। দেশে আজ পর্য্যন্ত ভ্যাকসিন প্রদান করা হয়েছে ২০ লাখ ৫৭ হাজারকে। দেশে আরোগ্যের হার ৯০.৩৪ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.