Header Ads

পশ্চিমবঙ্গের হিংসার সংস্কৃতি রোধ করা যাবে কি?


কলকাতা : ২০০ আসনের বেশি আসনে জয় লাভ করার পরেও তৃমূল কংগ্রেস রাজ্য জুড়ে  প্রতি হিংসার  রাজনীতি শুরু করেছে। বিজেপি এই অভিযোগের প্রেক্ষিতে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক  নব্বানের কাছে জরুরি রিপোর্ট তলব করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যপাল  জগদীপ ধনকরকে টেলিফোন করে বিস্তারিত জানতে চেয়েছেন। রাজ্যপাল ডিজিপিকে তলব করে অবিলম্বে হিংসা বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন। তারপর হিংসা থামছে না, হাজার খানিক ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জন মারা গেছে বলে বিজেপি  সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। তৃমূল অভিযোগ করেছে তাদের উপর বিজেপি হামলা করেছে। মুখ্যমন্ত্রী পদে  শপথ নেবার আগে আজ রাজ্যে হিংসা বন্ধে পুলিশকে কড়া নির্দেশ দেন। মমতা  বন্দ্যোপাধ্যায় আগামীকাল রাজভবনে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর বেলা ১১.৩০ মিনিটে  নব্বাননে যাবেন বলে জানা গেছে। কোভিড পরিস্থিতি নিয়ে প্রথম বৈঠক করবেন। রাজ্যে একদিনে ১০৭ জন মারা গেছে। ১৭ হাজার ৬৩৯ জন একদিনে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি ভয়াবহ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.