শিলঙে প্রতিদিন রাত ৮টা থেকে জারি নৈশ কারফিউ
ননীগোপাল ঘোষ, শিলং : মেঘালয়া জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার জেরে রাজধানী শিলঙে মঙ্গলবার রাত আটটা থেকে প্রতিদিন ভোর পাঁচটা অবধি জারি করা হল নৈশ কারফিউ। অফিসের সময় সূচিও বদলে দেওয়া হয়েছে । এখন থেকে প্রতিদিন বিকেল পাঁচটার বদলে বিকেল সাড়ে চারটায় বন্ধ হবে অফিস ।
অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানপাট সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে । শিলঙে অত্যাবশ্যকীয় সামগ্রী ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধই রয়েছে।
সোমবার অবধি রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1884 জনে । মৃত্যুর সংখ্যা 185। শুধুমাত্র পূর্ব খাসি পাহাড় জেলাতেই আক্রান্তের সংখ্যা 1205। সোমবার মারা গেছেন ছয়জন।









কোন মন্তব্য নেই