অশান্তি ছাড়া পশ্চিমবঙ্গকে ভাবা যায়?
কলকাতা
: আজ নির্বাচন ছিল না। করোনা ছিল।কিন্তু
গন্ডগোল হল গুলি চলল, যথারীতি
শাসক দল অস্বীকার করে বলল তারা অশান্তি পাকায় না। আজ খেলা
হবে বলে উস্কানি মূলক কথাবার্তা বলা তৃণমূলের
নেতা অনুব্রত মন্ডলের সাক্ষাৎ কার চোখে
পড়লো কলকাতার এক টিভিতে। পেড নিউজ আর ফেক নিউজের সাংবাদিকরা তার
সাক্ষাৎকার নেবার জন্যে উদগ্রীব। আজ বেলে
ঘাটাতে বিজেপি সাংসদ অর্জুন সিংকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার দেহ
রক্ষী গুলি চালিয়ে সাংসদকে রক্ষা
করেন। তিনি মঞ্চে উঠে ভাষণ দিতে গিয়েছিলেন। অশোক নগরে অশান্তি হয়েছে।
নির্বাচন কমিশন সাংসদকে আক্রমণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাজ্যে বেআইনি বোমা বারুদ অস্ত্র বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে কমিশন। পারবে কি
সব উদ্ধার করতে বাজেয়াপ্ত করতে? "গত ১০ বছর বাম
আমলের ৩০ বছর
বোমা বারুদের ব্যবসা জমে উঠেছে ফুলে
ফেঁপে উঠছে এই ব্যবসা।









কোন মন্তব্য নেই