"কিছু"
আশুতোষ
দাস
প্রতিটি
মানুষ মৃত্যুর একটা দোলাচালে অস্থির রয়েছে বোধ
বুদ্ধিহীন, অন্ধকারে
ঝড় ঠোঁট
নিয়ে বাক রুদ্ধ আজ।
মৃত্যুর
দোয়ারে এসে দেখে নিচ্ছে তার অসহায় মুখ, প্রতিদিন মিথ্যা অহঙ্কারে সত্যকে নিয়ত
অস্বীকার।
চৈতন্য
জাগেনি কখনো দম্ভের সঙ্গে করেছে বসতি তাই এই পরিনতি,
এখনো
সময় আছে হৃদয়ে ধারণ করুক অনন্ত প্রেম।
সব কালো
মেঘ তুচ্ছ হয়ে উড়ে যাবে অসীম নীলয়ে আর-
জীবন
কসুম হয়ে ফোটে ওঠবে প্রত্যহ।
এইবোধে
স্রষ্টার উঠোনে প্রার্থনায় ভিক্ষা চেয়ে নিক্ আজ-
নতজানু
হউক সত্যের কাছে,
সুন্দর
ধারন করুক হৃদয়ে মননে জীবনে।
নতুবা
হবেনা পরিত্রাণ-
নিয়ত
তাড়াবে মৃত্যু,
নিয়ত
নরক যন্রণায় অন্ধকারে হারাবে সমস্ত কিছু।
যেমনি
হারিয়ে গেছে ব্যবিলীন সভ্যতা কিংবা ভেঙে গেছে সিন্ধু
সভ্যতার চুড়া।
প্রেম
ছাড়া আর কোন ঔষধি এখন জানা নেই।
এই
নিষ্ঠুর অসুখে অসুখী সবাই-
শুধু
প্রেম চাই-
জ্যোৎস্নার
শুদ্ধতায় শুধু
প্রেম।
আর কোন
অশ্রু নয়,
কোন আহত
বিষাদে
শিকড়
হীনের
দেশত্যাগ
নয়
রাষ্ট্রের
রাষ্ট্রের সংঘাত নয়,
মানুষে
মানুষে হিংসা নয়,
জাত
পাতে ভেদভাব নয়,
অনন্ত
প্রেমের যাত্রায় ভাসুক
ডিঙি নিয়ে-
আর
কানামাছি খেলুক স্বপ্নকে
নিয়ে
সারাবেলা এইহোক ধর্ম,
এক্ষুনি
আর কোন ভয় ভীতি নয়,
চিত্তে
হিল্লোলিত বোধে নতুন স্পন্দনে
জীবন
নদীর বৈঠায় ছলাৎ
ছলাৎ
পানি জুড়ে
সুর
বাজছে কেবল অনন্ত প্রেমের আবাহন-
[আজকের
ভোগবাদী সমাজে, আসন্ন সংকট থেকে মুক্ত হতে হলে মানুষের নৈতিক
চিন্তা এবং জীবন যাপন পদ্ধতি বদলাতে হবে। নতুবা কোন ভ্যাকসিনে মানব সভ্যতাকে
বাঁচতে পারবে না।সভ্যতার কোন প্রযুক্তিও রক্ষা করতে পারবে না আসন্ন বিপদ থেকে
আমাদেরকে বাঁচাতে। - কবি আশুতোষ দাস, হাইলাকান্দি।]









কোন মন্তব্য নেই