Header Ads

গৌরী শঙ্কর চক্রবর্তী ব্যক্তিত্বের উদাহরণ স্বরূপ থাকবেন চিরকাল : শশীকান্ত চৌথাইওয়ালে

সুব্রত দাস,বদরপুর: মা ভারতীর সেবায় উৎসর্গকৃত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক গৌরী শঙ্কর চক্রবর্তীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সোমবার করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংঘ পরিবার ও বিবিধ সংগঠনের বিভিন্ন কার্যকর্তা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের করিমগঞ্জ জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রবীণ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালে বক্তব্য দিতে গিয়ে বলেন, প্রয়াত গৌরী শঙ্কর চক্রবর্তী ব্যক্তিত্বের উদাহরণ স্বরূপ থাকবেন চিরকাল। প্রয়াত গৌরী শঙ্কর চক্রবর্তী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসমে তৃতীয় স্থান পেয়েছিলেন। পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশুনা করে তারপর দিল্লী বিশ্ববিদ্যালয় এলএলবি নিয়ে পড়াশুনা করেছেন। তার 

উপার্জনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি মা ভারতীর সেবায় নিজেকে উৎসর্গিত করেন। গৌরী শঙ্কর চক্রবর্তী সমরসতার মাধ্যমে সবাইকে আপন করে নিতে পারতেন। সেই সমরসতা সব কার্যকর্তার মধ্যে দেখতে চান তিনি। এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পূর্বক্ষেত্রের বৌদ্ধিক প্রমুখ বলরাম দাস বলেন, প্রয়াত গৌরী শঙ্কর চক্রবর্তীর ব্যতিক্রমী জীবন নব প্রজন্মের কাছে অনুপ্রেরণা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কার্যবাহ মনোজ দাস,বিভাগ সম্পর্ক প্রমুখ অলক পাল,বিশ্ববন্ধু চক্রবর্তী, করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য্য অঞ্জন গোস্বামী, সুহাসরঞ্জন দাস, মিশন রঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য, জয়শ্রী চক্রবর্তী প্রমুখ। শুরুতে বিদ্যালয়ের শিক্ষক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সব শেষে দু'মিনিট নিরবতা পালন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.