Header Ads

গভীর রাতে পুরোহিতের পরিবারকে বেধে দুষ্কৃতীরা লুট করল নৃসিংহের মন্দির

নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জ : উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির গান্ধাই জিপির টাংবাড়ি গ্রামে অবস্থিত প্রায় ৩০০ বছর পুরানো নৃসিংহ বাবার মন্দিরে রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ বড়ো ধরনের ডাকাতি সংঘটিত হয়। স্থানীয় জনগণ থেকে জানা গেছে,ডাকাতরা মন্দিরের পুরোহিতের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এবং পুরোহিত সহ উনার পরিবারের সকলের হাত পা বেধে ঘরে থাকা নগদ অর্থ সহ সোনার গয়না লুটপাট করে এবং মন্দিরের দেবগৃহে প্রবেশ করে ব্যাপক ভাবে বিগ্রহ সহ দেবগৃহে থাকা অন্যান্য সামগ্রী তছনছ করে।এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ  করে 

চতুর্দিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিলামবাজার থানার ওসি। এবং ছুটে আসে উত্তর করিমগঞ্জ বিজেপির প্রার্থী ডঃ মানস দাস,সমাজসেবি সঞ্জিব বণিক,নেপাল কৃষ্ণ ধর,সহ প্রচুর জনগণ ঘটনা স্থলে উপস্থিত হন। উনারা প্রশাসনের কাছে অতি সত্বর দুষ্কৃতিদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.