Header Ads

অনিল চন্দ্র দাস-সুপ্রভা দাস স্মারক সন্মান এবার আন্তর্জাতিক সাংবাদিক ও গণিতবিদ ভূ-বিঞ্জানীকে

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: দক্ষিণ আসামের বরাক উপত্যকার হাইলাকান্দির বেলাভূমি লিটল ম্যাগাজিন ও "বেলাভূমি শিল্পকলা পরিষদ" প্রতি বছর অনিল চন্দ্র দাস-সুপ্রভা দাস স্মারক সম্মান বাংলা সাহিত্যের সৃজনীকর্মীকে দিয়ে আসছে যারা পৃথিবী জুড়ে মানবতা রক্ষার জন্য নিরন্তর কাজ করে চলছেন। তাদেরে দিয়ে এই প্রতিষ্ঠান ধন্য ঋদ্ধ হয়েছে।  

শুভ নববর্ষে আসামের সু-সন্তান স্বর্গীয় রাধাপদ দত্তের  সু-পুত্র রত্নজ্যোতি দত্তকে তার সামগ্রিক কাজের জন্য অনিলচন্দ্র দাস-সুপ্রভা দাস স্মারক সম্মান এবার  (১লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ) দিচ্ছে। উল্লেখ্য, তিনি ইংরেজি বাংলা দুই ভাষাতেই  সমান দক্ষ। তার গঠন মূলক ইতিবাচক লেখায় রাষ্ট্র ও সমাজ উপকৃত হয়েছে। দেশ বিদেশের অনেক সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তিনি বিখ্যাত আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল ও দেশের নামি সংবাদসংস্থা  পিটিআইতে সাংবাদিকরূপে কাজ করেছেন। তিনি গুয়াহাটির জনপ্রিয় নিউজ পোর্টাল নয়া ঠাহরের রাষ্ট্রীয় পরামর্শদাতা সম্পাদক ও উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্য সভার রাষ্ট্রীয় উপদেষ্টা।

অন্য আরেক জন হচ্ছেন আসামের, বর্তমানে দেরাদুনে রয়েছেন,আন্তর্জাতিক খ্যাত গণিতবিদ ভূ-বিঞ্জানী সি,টি,ইউনিভার্সিটি লন্ডন থেকে ডক্টরেট প্রাপ্ত সুরজ কুমার লস্কর, তিনি স্বর্গীয় সুরেন্দ্র কুমার লস্করের সুপুত্র। তাকেও  অনিলচন্দ্রদাস -সুপ্রভা দাস স্মারক সম্মান দিচ্ছে। তিনি  আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে তার গবেষণা পত্র সম্মানের সহিত গৃহীত হয়েছে। পৃথিবীর নানান সংকটের সময় তার বিচার ও ব্যাখ্যা বিঞ্জানীদেরে নতুন দিশা দেখিয়েছে। উল্লেখ্য, তিনি ওয়েনজিসির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তার প্রধান কাজ ভূ-স্তরের নানা জটিল বিষয় নিয়ে গবেষণা। হাইলাকান্দি এসএস কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু। এবার অবসর গ্রহনের পরও ভারত সহ দেশ- বিদেশের বৈঞ্জানিকরাও তার পরামর্শ নিয়েছে।

ইতিপূর্বে যাদেরে  অনিলচন্দ্র দাস -সুপ্রভা দাস স্মারক সম্মান জানিয়েছে তারা হলেন  বাংলাদেশের সু লেখক শান্তনু কায়সার, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য কবি ও তাত্ত্বিক তপোধীর ভট্টাচার্য, কবি ও সাহিত্য সম্পাদক  বিজিৎ কুমার ভট্টাচার্য, কবি ও সাংবাদিক অতীন দাশ, কবি ব্রজেন্দ্র কুমার সিংহ, কথা সাহিত্যিক রণবীর পুরকায়স্থ, গল্পকার মিথিলেশ ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক ও সুলেখক  আলাউদ্দিন মন্ডল, কবি তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ, আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা 'সম্প্রীতি'র উপদেষ্টা সম্পাদক ঢাকার সু লেখক নাজমুল চৌধুরী বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি যুথিকা দাস, পশ্চিমবঙ্গের  তাত্ত্বিক কবি অধ্যাপক ড,সুকান্ত পাল, বাংলাদেশ ঢাকার চিত্র পরিচালক ফারুক প্রধান, বাংলাদেশ ঢাকার বিখ্যাত কবি, নাট্যকার ও কবিতা কথনের কর্ণধার  ইমরান শাহ্, বাংলাদেশ ঢাকার কবি অনামিকা করিম অরফে সুলতানা চৌধুরী মুক্তা, (অনামিকা করিম) এই দুই নামে লিখে যিনি খ্যাত, দিল্লীর ভিন্ন প্রথার গল্প লেখিকা ও কবি কৃষ্ণা মিশ্র। বিজ্ঞপ্তিটি বেলাভূমি শিল্পকলা পরিষদের পক্ষে সৌরভ চন্দ ও সৌরভ দাস কর্তৃক প্রচারিত।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.