করোনা সংক্রমণকে টিকা উৎসবের নিদান মোদির
নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ে সবাইকে সাবধান করে দিয়ে ব্যাপক টিকাকরনের উপর জোর দেন। আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব পালনের আবেদন জানিয়েছেন। সম্পূর্ণ লকডাউনের প্রস্তাব উড়িয়ে দিয়ে বলেন, তবে ঢিলেমি দেওয়া চলবে না। বলেন রাত ৯, ১০ টা থেকে পরদিন ভোর ৫,৬ টা পর্যন্ত রাতের কারফিউ দেওয়া যেতে পারে। তিনি বলেন, সর্বোচ্চ সংক্রমনের প্রাথমিক লক্ষণ দেখা গেছে। কয়েকটি রাজ্যের ঢিলেমিতে উদ্বেগ প্রকাশ করেন। মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব ছত্রিশগরের পরিস্থিতিতে তার এই উদ্বেগ। তিনি কন্টাক্ট ট্রেসিং -এর ব্যাপারে বিশেষ জোর দেন। যত টেস্ট তত সফলতা। দেশে ইতিমধ্যে ৯ কোটির ও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ব্যাপক হারে টিকা দেওয়া হবে, তাকেই প্রধানমন্ত্রী উৎসবের আকার দিতে চাইছেন। যাতে টিকা নেওয়ার প্রতি মানুষের উৎসাহ বাড়ে।









কোন মন্তব্য নেই