রাজ্যপালের কন্যার কারাদণ্ড
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রাক্তন রাজ্যপাল দেবানন্দ কোওর কন্যা নন্দিতা কোওর এ সি এস অফিসার ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন। ছয় বছর পর আগে এক ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। দুর্নীতি দমন বিভাগ তার দুর্নীতি ধরে ফেলে। ডি আর ডি-এর ডিরেক্টর পদে থেকেও ২০ হাজার টাকার লোভ সংবরণ করতে পারেন নি। প্রয়াত রাজ্যপাল সৎভাবে জীবন কাটিয়ে গেছেন।









কোন মন্তব্য নেই