পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক উৎসবের হিংসার তাণ্ডব
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা: আগামী ১০ এপ্রিল রাজ্যে ৪০ টি আসনে নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মুখে লাগাম লাগানো যাচ্ছে না , তার আপত্তিকর ভাষা অব্যাহত, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশন সবকেই এমন কি কেন্দ্রীয় বাহিনীকেও ছাড়ছেন না তিনি। তিনি এখন তার শেষ ভরসা সংখ্যালঘু মুসলিম ভাইদের আহ্বান জানাচ্ছেন তৃনমূলকে ভোট দেবার জন্যে।তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নোটিশ সম্পর্কে মমতা আজ বলেন তাকে যতই চিঠি দেওয়া হোক না কেন তার একটিই জবাব হবে।বিজেপির ক্ষেত্রে প্রধান মন্ত্রীর ক্ষেত্রে পৃথক নিয়ম কেন নির্বাচন কমিশনের। বলেন তিনি হিন্দু ।মুসলিম ভাগ করছেন না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ আজ চাপদানিতে বলেন উত্তরপ্রদেশের আদলে এখানেও এনটি রোমিও স্কোয়ার্ড তৈরি করা হবে। যাতে যুবকদের তাণ্ডব কমবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাল কলকাতায় এসে বাড়ি বাড়ি প্রচার চালাবেন। মন্ত্রী গৌতম দেবের ভিডিওকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি হুমকি দিয়ে বলেছেন, বিজেপি করলেই তাকে উচ্ছেদ করা হবে। আজ সল্টলেকে মুন্ডহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভাঙরে ৩৫ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। মগড়াতে তৃণমূলের প্রাথীর উপর হামলার অভিযোগ পওয়া গেছে। খেজুরিতে একজনকে হত্যা করা হয়েছে। মিঠুন চক্রবর্তীর রোড শোতে হামলার অভিযোগ উঠেছে।









কোন মন্তব্য নেই