এন আর সি তে নাম উঠলেও আধার কার্ড হবে না
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: জাতীয় নাগরিক পঞ্জি বা এন আর সি তে নাম উঠলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে প্রায় 19 লাখ মা প্নুরতষ। কারন তাদের বায়োমেট্রিক করা হলেও তা লক করা আছে। তা না খুললে আধার কার্ড সহ ব্যাংক লোন প্রভৃতি কোনো সুবিধা পাবে না। প্রথমে ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জনের নাম বাদ পড়েছিল। তাদের নথি পরীক্ষার সময় বায়োমেট্রিক করা হয়। পরে সেই তালিকা বাতিল করে নতুন করে ১৯ লাখ 6হাজার ৬৫৭ জনের নাম এন আর সি থেকে বাদ দেওয়া হয়। বিদেশি চিহ্নিত রা যাতে পালিয়ে যেতে না পারে তার জন্যে এই ব্যবস্থা করা হয়। কিন্তু এখনও বছরখানিক হল এন আর সি তালিকা সরকারিভাবে গ্রহণ করা হয় নি। মাত্র লাখ দুয়েক আধার কার্ড করেছিল।বাকি প্রায় ১৯ লাখ তাদের ভাগ্য লক হয়ে আছে কল্যাণকামী সরকারের ঘরে।









কোন মন্তব্য নেই