মমতা বিদায়ের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে : প্রধানমন্ত্রী, মমতার প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা
কলকাতাঃ পশ্চিমবঙ্গে পঞ্চম দফা নির্বাচনে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওপর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য চষে বেড়াচ্ছেন। মমতার মঞ্চের ব্যানারে লেখা হয়েছে বাংলার মেয়েকে চাই। তিনি আজ আবার দাবি করেন, বিজেপি তার পায়ে চোট দিয়েছে, এক পা তার আর বাংলার মা-বোনদের দুটো পায়ে তিনি বাংলা জয় করবে। প্রধানমন্ত্রী আজ কল্যাণী আর বর্ধমানে বিরাট জনসভাকে সম্বোধন করে পয়লা বৈশাখ শুভেচ্ছা জানিয়ে বলেন, দিদি ২ মে যাচ্ছেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। চার দফা নির্বাচনে দিদি সাফ হয়ে গেছে।কালিম্পঙে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ২০০ আসনে জিতে বিজেপি ক্ষমতায় আসবে, গোর্খাদের সব অধিকার কায়েম করবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মমতা বলেন, বিজেপি মমতাকে ভয় করে। মিথ্যাবাদী প্রধানমন্ত্রী বাংলার বদনাম করছেন। ই ভিএম বিকল করে জিততে চায়। বাংলার মানুষ বিজেপিকে জিততে দেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিম ভোটারদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকিয়ে দিচ্ছেন বলে অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীকে কারণ দর্শানোর দুটি নোটিশ দিয়েছিলেন বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই