ধুবরির পর্বত ঝরা পাহাড়েব ১৫০০ বানরকে খাওয়াচ্ছেন পশু প্রেমী সুচিব্রত সিংহ চৌধুরী
অমল গুপ্ত, ধুবড়ি : ধুবড়ির পর্বত ঝরা পাহাড়ে প্রায় ১৫০০ বুনো বানর লকডাউনের সময় তীব্র খাদ্য সংকটের সন্মুখীন হয়। ধুবড়ির প্রকৃতিপ্রেমী সুচিব্রত সিংহ চৌধুরী তিনি তার পকেটের টাকা খরচ করেন এই উপবাসী বানরগুলোকে মাসে দুবার অন্তত বুট, ফলমূল, কলা নিজে হাতে খাওয়ান। প্রায় ১৫ বছর থেকে এই বানর সেবা করে আসছেন। ধুবড়িবাসী তার কাজে ভূয়সী প্রসংসা করেছেন। আজ এই জেলার গোলকগঞ্জ থানার পুলিশ অফিসার নবজিৎ নাথ গোপন সূত্রের খবরে মোটে রেকা গ্রামের আবেদ আলীর ঘরে তল্লাশি করে হরিণের চামড়া, সিং অবশিষ্ট উদ্ধার করে। তাকে আটক করা হয়। সে পুলিশকে জানিয়ছে, এক জ্যোতিষী বলেছে, ঘরে হরিণের চামড়া, সিং রাখলে সম্পত্তির অধিকারী হবে আর্থিক অবস্থা ভালো হবে তাই এই কাজ করেছে।








কোন মন্তব্য নেই