টাটা -টিকে আলফার হুমকি
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের গুয়াহাটি ভিত্তিক টি ভি চ্যানেল ৩৬৫কে এক ফ্যাক্স বার্তায় আলফা স্বাধীন টাটা টি কোম্পানিকে হুমকি দিয়েছে। তাদের দাবি এই কোম্পানির প্রশাসনিক কার্যালয় অসমে স্থানান্তরিত করতে হবে।এবং অসমের বেকার ,যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। টি ভি চ্যানেল টি আজ দুপুরে এই খবর টি প্রচার করে।









কোন মন্তব্য নেই