Header Ads

রেকর্ড সংখ্যক ভোটে বিজেপি সরকার গড়বে, লকডাউন হবে না

অমল গুপ্ত, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপি সভাপতি রঞ্জিত দাস আজ হেংরাবাড়ি দলীয় কার্যালয়ে নির্বাচনের পর প্রথম সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, গত পাঁচ বছর ভালো কাজের ফল তারা পেয়েছে। জাতি মাটি ভেটি রক্ষার প্রতিশ্রুতি এবং বরাক ব্রহ্মপুত্র, পাহাড় সমতলের বাসিন্দাদের সব আশা তারা পূরন করেছে। অর্থ, স্বাস্থ্য ও পূর্তমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়ে দিলেন, বিজেপি এবার রেকর্ড সংখ্যক ভোটে জিতে সরকার গড়বে। ২ মে সরকার গড়ার প্রাথমিক কাজ ও শুরু করে দেওয়া হয়েছে বলে দাবি করেন। এই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন দেশে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হলেও অসমে আর লকডাউন হবে না। নাইট কারফিউ ও জারি করা হবে না। সবাই মনের আনন্দে বিহু উৎসব পালন করতে পারবে। সকলকে মুখে মাস্ক এবং দূরত্ব বিধি মানতে দু-মিটার ব্যবধানে চেয়ার  বসাতে হবে। এর জন্যে স্বাস্থ্য বিভাগ এক এস ও পি প্রস্তুত করছে। তিনি বলেন, প্রতিদিন ১ লক্ষ কোভিড টেস্ট করলে  সরকার সফলতা পাবে। এখন আর ডাক্তার নার্স, হাসপাতালের বেড, অক্সি জেনের অভাব নেই। সব ডাক্তার নার্সকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আশঙ্কার আর কোনো কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর ২২ মার্চ প্রথম জনতা কারফিউ জারি করা হয়েছিল। টেস্ট বাড়িয়ে দিয়ে এই সংক্রমণকে অনেকটা ঠেকানো গিয়েছিল। এবারও একইভাবে বিহুৰ আগে প্রতিদিন এক লাখ মানুষকে টেস্ট করার লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে। প্রথমে ১৮ হাজার, পরে ১৫ হাজার, তারপর এক লাখ করে টেস্ট করা হবে। বিহু উৎসব পালনে অসুবিধা হবে না। রোগের ভয় থাকবে না। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কোভিডের দ্বিতীয় ডোজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ প্রথম ডোজ নিয়েছেন। সেও একমাস আগে নিয়েছে। এই ভ্যাকসিনে কোন সাইড ইফেক্ট নেই। তিনি ৪৫ বছরের উর্দ্ধে সবকে ভ্যাকসিন নেবার পরামর্শ দেন।মুখ্যমন্ত্রী নির্বাচনে কর্তব্যরত সব সরকারি কর্মী, নিরাপত্তা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, গত ২০১৬ সালের নির্বাচনে ২৬০টি ঘটনা ঘটেছিল। এবার ১১৯টি ঘটনা  ঘটেছে। তিনি আরও বলেন, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। এই রাজ্যকে দেশের মধ্যে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল রাজ্য হিসাবে গড়ে তোলার  অঙ্গীকার করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, সভাপতি জে পি নাড্ডার সহযোগিতা করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবাদিকদের  সহযোগিতার জন্যে  সরকারের সফলতা এসেছে বলেও তাদের অভিনন্দন জ্ঞাপন করেন।বলেন, অগপ ইউ পি পি এল টিম অসম হিসাবে  কাজ করেছে। অসমে করোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবদানের কথা  বলেন। বিজেপি সভাপতি রঞ্জিত দাস অগপ, বিজেপি, ইউ পি পি এল,  নির্বাচন কর্মী, নিরাপত্তা বাহিনী, সংবাদ মাধ্যম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজ্যের মানুষ উজার করে "মরম"দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.