Header Ads

বদরপুর চত্বরে মদের আসর দ্বিগুন বর্দ্ধিত,চিন্তিত সচেতন মহল

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর :  করোনা কালে সাধারণ মেহনতী মানুষ বিভিন্ন অসুবিধায় সম্মুখীন হয়ে কোন ভাবে দিন অতিবাহিত করছে আর অন্যদিকে মাদকরা সেই সন্ধ্যারাত হতে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছে মদের তাণ্ডবলীলা। ভাতের হোটেল থেকে আরম্ভ করে ছোট পান দোকান পর্যন্ত চালিয়ে যাচ্ছে অবৈধ মদের ব্যবসা। তা দেখে চিন্তিত সচেতন মহল। সন্ধ্যা থেকে ছোট-বড়ো গল্লির মোড়ে,রেল ট্রেকের উপরে,রিজেক্ট রেলওয়ে কয়োর্টারে চলে মদের আড্ডা। আবার অন্যদিকে চলে ড্রাগসের ক্রয় বিক্রয়। এই মদ ও ড্রাগসের করালগ্রাসে দিন দিন ধাবিত হয়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ। অনেকের অভিমত,পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলে এসব তাণ্ডব সব গুড়িয়ে দিতে সময় লাগবে না। তাদের ধারণা কিন্তু কেন পুলিশ এসব বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে সমর্থ হন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.