অবশেষে বিচার পেলেন শিলং টাইমস-এর সম্পাদক
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মেঘালয়ের
শৈল নগরী শিলং থেকে প্রকাশিত ঐতিহ্যমণ্ডিত সংবাদপত্র
শিলং টাইমস-এর
সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম এক অন্যায়ের
প্রতিবাদ করেন। শিলংয়ে কয়েকজন স্থানীয়
উপজাতি গোষ্ঠীর যুবক অপর
সম্প্রদায়ের কিছু কিশোরকে
বিনাদোষে প্রহার করেছিল। সম্পাদক মুখিম
প্রতিবাদ করেছিলেন। তাকে হুমকির মুখে পড়তে হয়। অপরাধীরা
আদালতের দ্বারস্থ হলে এতদিন বাদ সুপ্রিমকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয়
বাক স্বাধীনতাতে লাগাম পরানো যাবে না। সম্পাদকের
বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। গণতন্ত্রের
প্রহরী সংবাদপত্রের জয় হয় শেষ পর্যন্ত।
কোন মন্তব্য নেই