মানস অভ্যারণ্যে গন্ডারের হামলায় বন কর্মী নিহত, কাজিরঙাতে জীপে আগুন
নয় ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মানস অভ্যারণ্যে বাইকে যাবার সময় বন পথে এক গন্ডারের আক্রমণে অনিমেষ ডেকা নামে এক ফরেস্ট ব্যাটালিয়নের কর্মী নিহত হন। সেই বাইকে অমিত সাহা, কেশব বড়ো নামে দুজন ও ছিলেন। এক জন বন কর্মী ছিলেন গুলি চালিযেও সতীর্থকে রক্ষা করতে পারেননি। কাজিরঙা অভ্যারণ্যে গন্ডারের সংখ্যা হ্রাস পাওয়ার পর কাজিরঙা থেকে গন্ডার এনে এই জঙ্গলে সংখ্য বাড়ানো হয়। কাল শনিবার তিনটি গন্ডার নিয়ে আসার কথা আছে মানসে প্রায় ২৮ টি গন্ডার আছে। এর মধ্যে এই অঘটন ঘটে গেল। আজ কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মিহিমুখে বাঙ্গালুরুরের কয়েকজন পর্যটক জীপ সাফারি করার পথে হঠাৎ গাড়িটি জ্বলে উঠে বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই