জার্মানি থেকে আসছে ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট
নয়া ঠাহর, ওয়েভ ডেস্ক : দেশে করোনা উদ্ভুত জটিল
পরিস্থিতিতে জার্মানি থেকে ২৩ টি অক্সিজেন মোবাইল প্যান্ট আনা হবে। প্রতি প্ল্যান্ট
প্রতি মিনিটে ৪০ লিটার এবং প্রতি ঘন্টায় ২৪০০ লিটার অক্সিজেন
উৎপাদিত হবে। প্রতিরক্ষা
মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণবাবু একথা জানিয়েছেন। আগামী
সপ্তাহে এই প্ল্যান্টগুলি পৌঁছাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ব্যাপারে তদারকি করছেন। ভূষণবাবু জানান, হাসপাতালগুলোতে এই
প্ল্যান্ট বসানো হবে।









কোন মন্তব্য নেই