Header Ads

প্রজেক্সেল ফাউণ্ডেশনের আন্তর্জাতিক নারী দিবস পালন

 



গুয়াহাটি ৯ মার্চ ।
নারী শক্তি ছাড়া এ জগৎ সত্যিই অকল্পনীয়। নারীর ক্ষমতা ও  অধিকার রক্ষার জন্য সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস ।
নারী দিবস মানেই আলাদা একটি দিন এ কথা অনেকেই মানতে চান না। কারণ বছরের প্রতিটা দিনই নারী দিবস। সারা বিশ্বজুড়েই এই দিনটি  মহাসমারোহে পালন করা হয়ে থাকে।


 নারীদের প্রতি শ্রদ্ধা ও তাদের কাজের ,প্রশংসা, ভালোবাসা প্রকাশ করে এই দিনটি পালন করা হয় ।
আন্তর্জাতিক নারী দিবসের সাথে সঙ্গতি রেখে প্রজেক্সেল ফাউন্ডেশনও মঙ্গলবার পালন করে  আন্তর্জাতিক নারী দিবস ।এ উপলক্ষ্যে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনাতে অংশগ্রহণ করেন শাস্ত্রীয় নৃত্য শিল্পী নিবেদিতার তরফদার, সমাজসেবী ও সাহিত্যিক দীপান্বিতা মুখার্জি খান,সাংবাদিক দেবযানী পাটিকর। এই আলোচনা সভাতে নারী বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধান মহিলাদের সুরক্ষা ,মহিলা সরলীকরণ ইত্যাদি  বিষয়ের উপর আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্সেল ফাউন্ডেশনের ফাউন্ডার ডাইরেক্টর সীমা পুরকায়স্থ রায় ,তৃনা দাস ও গীতশ্রী সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.