মুখ্যমন্ত্রী মনোনয়নপত্র পেশ করলেন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ মাজুলি কেন্দ্রে
প্রতিদ্বন্দীতা করার জন্যে
দ্বিতীয় বার মনোনয়নপত্র পেশ করলেন। কেন্দ্রীয় পর্য্যবেক্ষক
জিতেন্দ্র সিং, হিমন্ত বিশ্ব শর্মা, রঞ্জিত দাস, অগপ কেশব মহন্ত, অতুল বরা প্রমুখ নেতা মন্ত্রী শতাধিক গাড়ি
গান বাজনা ঢাক ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রী মননোয়ন পত্র পেশ করেন। অর্থ
মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীদের দিকে চ্যালেঞ্জ
ছুঁড়ে দিয়ে বলেন বিরোধীদের গোলকিপার নেই।গোল দেবার। বদরুদ্দিন আজমলের দিকে আঙ্গুল
তুলে বলেন, কংগ্রেস আজমলের মত মানুষকে অসমে
চাপিয়ে দিতে চাইছে, অসমের সভ্যতা সংস্কৃতিকে গ্রাস
করবে। অসমের মানুষ তা হতে দেবে না। আজ কংগ্রেস দলের অন্যতম সাধারণ সম্পাদক কল্যাণ
গগৈ টিকিট না পেয়ে দল থেকে পদত্যাগ করেন। প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তের ঘনিষ্ট
বন্ধু কল্যাণ কংগ্রেস দলের একজন এক নিষ্ট কর্মী, তাকে দল
রাখতে পারল না। দলের চরম ক্ষতি হল। কল্যাণ সাংসদ
গৌরব গগৈ, সাংসদ প্রদ্যোৎ বরদলৈ, দেবব্রত শইকিয়া প্রমুখদের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন।









কোন মন্তব্য নেই