কোভিড প্রটোকল মেনে ভোট দিন আহ্বান মুখ্য নির্বাচন অফিসার নীতিন খারের
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ এরাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ শুরু হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে অসমের মুখ্য নির্বাচন অফিসার নীতিন খারে প্রটোকল মেনে ভোট দানের আহবান জানিয়েছেন। এই কোভিড প্রটোকল অনুযায়ী মাস্ক বাধ্যতামূলক, স্যানিটাইজ দেবে কমিশন,পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। গতকাল সাংবাদিক সম্মেলনে খারে ছাড়াও পুলিশ নদাল অফিসার দীপক কেডিয়া ছিলেন। খারে জানানপ্রথম পর্যায়ে ৪৭ টি কেন্দ্রে ২৬৪ জন প্রার্থী লড়বেন। মোট ভোটার ৮১ লাখ ০৯ হাজার ৮১৫ জন। ২,৪১,২৬৯ জন ভোট কর্মী। নির্বাচন পরিচালনা করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ৫০ শতাংশ ক্ষেত্রে ওয়েব কাস্টিঙের ব্যবস্থা হয়েছে। দীপক কেডিয়া জানান, ৫৪০২ টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।৩,৬৬ লাখ লিটার মদ আর ২৯৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।









কোন মন্তব্য নেই