Header Ads

মুখ্যমন্ত্রী পদে দৌড়ে সর্বানন্দ সনোয়াল এগিয়ে

গুয়াহাটিঃ  দেশের বিভিন্ন সন্থা নির্বাচনী  সমীক্ষা  করে যাচ্ছে। টাইমস নাও ও সি ভোটারের সমীক্ষা অনুযায়ী অসমে ফের মুখ্যমন্ত্রী পদে সর্বানন্দকে দেখতে চাইছেন ৪৬.২ শতাংশ মানুষ। সাংসদ গৌরব গগৈকে ২৫.২ শতাংশ, হিমন্ত বিশ্ব  শর্মাকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান ১৩.০ শতাংশ মানুষবদরুদ্দিন  আজমলকে ৫.৭ শতাংশ, হাগ্রাম মহিলারিকে ৩.৮ শতাংশ এবং রিপুণ বরাকে ২.৪ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী পদে দেখতে  চান। সব  সমীক্ষা  বলছে, অসমে বিজেপি ১০০ আসন পাবে না। তবে সরকার গড়ার  সম্ভবনা  আছে। পশ্চিমবঙ্গে সি ভোটার  ও এ বি পি আনন্দের ৪টি সমীক্ষা অনুযায়ী তৃণমূল এগিয়ে আছে। সমীক্ষার  ফলাফল  সব ক্ষেত্রে মেলে  না। সাধারণ পূর্বাভাস মাত্র। গ্রাউন্ড রিয়েলিটি   বলছে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন  দক্ষ রাজনীতিবিদ। আগামী দিনে  মুখ্যমন্ত্রী পদে বসার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  হিমন্তকে বেশি পছন্দ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  সর্বানন্দ সনোয়ালের মাথায় হাত রেখেছেন।  পূর্বাভাসসমীক্ষা  কোনোদিন চূড়ান্ত ফল হিসাবে গণ্য করা হয় না। সব হিসাব উল্টে দিতে সময় লাগে না। আগামী ২ মে ফলাফল ঘোষণা পর্যন্ত  অপেক্ষা করলে ক্ষতি কি?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.