Header Ads

করোনা সংক্রমণ বেড়েই চলেছে

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ দেশে কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ  বেড়েই চলেছে। এই কয়েকদিনে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার  পেরিয়ে গেছে। মারা গেছেন প্রায় ২০০ জন। মহারাষ্ট্র, কর্ণাটক, পঞ্জাব, রাজস্থান  প্রভৃতি রাজ্যে করোনার নতুন স্ট্রেন বা সংক্রমণের রকমফের শুরু হয়েছে। যা নিয়ন্ত্রণ করা কঠিন। পাঁচ রাজ্যে নির্বাচন চলছে। নির্বাচনী  সভাগুলিতে  ভীষণ ভিড়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বার বার কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। মাস্ক পড়া, দূরুত্ব বিধি মেনে চলার ওপর জোর দিয়েছে।  দেশের তিন কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অক্সফোর্ড  এস্ট্রাজেনেকার কোভিশিল্ড  টিকা নেওয়ার ক্ষেত্রে  দ্বিতীয় ডোজের সময় সীমার ব্যবধান ৬ থেকে ৮  সপ্তাহ পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয়  স্বাস্থ মন্ত্রক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.