সমাজের এক একজন নারী এক একজন ক্লারা জেডকিন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ আজ সারা
পৃথিবীর সঙ্গে রেল শহর লামডিঙের মহিলা সংগঠন "নন্দিনী" ও নারী দিবস পালন করে নিউ কলোনির লিটিলষ্টার
একাডেমীর প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের শুরুতে লামডিঙের কিশোরকণ্ঠী স্বদেশ মণ্ডলের অকাল
প্রয়ানে শোক প্রকাশ করতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রাক্তন শিক্ষিকা অরুণা
দে দাস প্রয়াত শিল্পীর শিল্প প্রতিভার উপর আলোকপাত করেন।
অন্যদিকে,
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মঞ্চের সন্মুখে বসে থাকা এক একজন নারীকে ক্লারা
জেটলিনের সঙ্গে তুলনা করে লিটিলষ্টারের অধ্যক্ষা জয়শ্রী আচার্য বলেন, বছরের প্রত্যেকটি দিনই নারী দিবস। ঘুম থেকে উঠে
রাতে শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মূহুর্তই নারীর স্পর্শে সুন্দর ও সফল হয়ে উঠে।
অরুণা দে দাসের পরিচালনায় সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
নারীভিত্তিক কবিতা আবৃত্তি করেন সঞ্চিতা রায়, অরুণা
দাস, দীপশিখা ভট্টাচার্য। স্বরচিত কবিতাপাঠ করেন রুমা
চৌধুরী। একক সঙ্গীত পরিবেশন করেন তাপসী বরুয়া, দীপম
আচার্য, চম্পা ভট্টাচার্য এবং জয়শ্রী আচার্য। সমগ্র
অনুষ্ঠান পরিচালনা করেন মাম্পি তালুকদার ও পলি প্রীতম। অনুষ্ঠান শেষে ধন্যবাদ
জ্ঞাপন করেন পূজা সিং।









কোন মন্তব্য নেই