Header Ads

দিসপুর প্রেস ক্লাবে জাফার উদ্যোগে নারী দিবস

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ আজ দিসপুর প্রেস ক্লাবে জাফার  উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। এই দিবসে সমাজের  বিভিন্ন ক্ষেত্রে সফল কয়েকজন মহিলাকে সম্মান জানানো হয়।  জাফার  কামরূপ মহানগর কমিটির  সম্পাদক  করবি বর শইকিয়া   অতিথিদের অভ্যাগতদের স্বাগত জানান।  জাফার 

কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অমল গুপ্ত, রিদীপ কলিতাশিখা দেবী প্রমুখ  জাফা  কর্তৃপক্ষর  উপস্থিতিতে ডিজাইনার গরিমা সইকিয়া  গার্গ,   সাংবাদিক  গীতশ্রী তালুকদার, কন্ঠ শিল্পী  গীতালি কাকতি, মফিদা বেগম, রিনা বাসুমতারি, ইলোরা শর্মা দত্তকাঁকান ঢেমাজি,   প্রিনচি গগৈ, রিতা দত্ত মেস, তেজস্বনি কৌর, রঞ্জিতা শইকিয়া  হিমানি শর্মা, গীতালি দেবী প্রমুখদের সম্মান জানানো হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.