Header Ads

রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়ানাড়ে দল ছাড়লেন চার শীর্ষ কংগ্রেস নেতা

নয়া ঠাহর ওয়েব ডেস্ক : কেরলে রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়ানাড়ে দল ছাড়লেন চার শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা। এঁদের মধ্যে রয়েছেন কেরল প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সদস্য কেকে বিশ্বনাথন, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পিকে অনিল কুমার ও মহিলা কংগ্রেস নেত্রী সুজয়া ভেনুগোপাল। অনিল কুমার আবার কংগ্রেস ছাড়ার পলপরই যোগও দিয়ে দিয়েছেন লোকতান্ত্রিক জনতা  দলে (এলজেডি)।

সম্প্রতি ভোট প্রচারে কেরল সফর করেছিলেন রাহুল গান্ধী। প্রচার থেকে রাহুল ফেরার পরপরই ইস্তফা দেন এই চার কংগ্রেস নেতা।

এমএস বিশ্বনাথন ইস্তফা দিয়ে  দলীয় নেতৃত্বকে দুষেছেন। ওয়ানাড় থেকে রাজ্য কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠায় স্বাভাবিক ভাবেই বিব্রত  কংগ্রেস। ওয়ানাড়ের সমস্যা মেটাতে তড়িঘড়ি সুধাকরণ সহ বেশ কয়েকজন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতাকে ওয়ানাড় পাঠানো হয়েছে। এই দলত্যাগের জের কেরল ভোটের আগে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.