রসিকা জৈনের মৃত্যু রহস্য অধরা
নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ কলকাতা অভিজাত পাড়া অলিপুরে নব বধূ
রসিকা জৈন খুন হলেন,পুলিশ
প্রায় এক সপ্তাহ বাদ তদন্ত শুরু করে। স্বামী মদ খেয়ে বাড়িতে এসে
পত্নীর উপর নির্যাতন চালাতেন বলে পরিবারের
পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এতদিন বাদে অভিযোগ কেন, তার
মোবাইলকে চুরি করল, ছাদ
থেকে পড়ে না ঠান্ডা মাথায় খুন করা হল। সবই ধামা চাপা দেবার চেস্টা
চলছে বলে অভিযোগ।









কোন মন্তব্য নেই