অলোক ঘোষ গুরুতর অসুস্থ, টিকিট থেকে বঞ্চিত
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সভাপতি অলোক ঘোষ। বিজেপি ত্যাগ করে তার আগের কেন্দ্র মরিয়ানী থেকে অসম জাতীয় পরিষদের টিকিটে মননোয়ন পত্র পেশ করতে গিয়ে বাধা পান। নথিতে ত্রুটি আছে বলা হয়। প্রাক্তন বিধায়ক ঘোষ নার্ভাস হয়ে যান। দুবার মাটিতে পড়ে যান। তার পেসমেকার থাকায় উন্নত চিকিৎসার জন্যে গুয়াহাটি আনা হয়। জাতীয় পরিষদের নেতা
লুরিনজ্যোতি গগৈ এই ঘটনার নিন্দা করেন।
রাইজর দলের সভাপতি অখিল গগৈ মরিয়ানীতে
মনোয়ানপত্র পেশ করেও প্রত্যাহার করে নেন। কংগ্রেসের রূপজ্যোতি কুর্মির
জেতার পথ সুগম করার জন্যে অখিল এই কাজ করেন বলে অভিযোগ উঠেছে। অলোক ঘোষ পকেটের
টাকা খরচ করে বিজেপি দল করতেন। বিজেপি তাকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি।
বাঙালি নেতা বলেই বিজেপি গুরুত্ব দেয়নি। তিনি লক ডাউন এর সময় মারিয়নি যে শত শত মানুষকে বিনা পয়সায় খাইয়ে ছিলেন।তিনি নওগাঁ। শহরে বিজেপি নেতাদের এক সন্মলেন করে সম্মান জানিয়েছিলেন। মনোয়ানপত্র এ ত্রুটি থাকার অভিযোগ তুলে তা নাকচ করা হয় বলে তার ঘনিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।










কোন মন্তব্য নেই