Header Ads

সাহিত্য আকাডেমী পেলেন শংকর, ডাক্তার অপূর্ব শইকিয়া



নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক শংকর, অসমের ডাক্তার অপূর্ব  কুমার শইকিয়াকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। শিশু সাহিত্যিক হিসাবে মাধুরিমা ঘরফলিয়া, নিউটনকে বাসুমতারিকে যুব পুরস্কার,  কবি দ্বিজেন দাসকে যুব সাহিত্যিক  পুরস্কার  প্রদান করা হয়েছে। 'ব্যাঙ ছাতা'  নামে গ্রন্থের জন্যে অসমের ডাক্তারি পেশার  অপূর্ব কুমার শইকিয়াকে এই সম্মান প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.