অসমের ভবিষ্যৎ এর উপর দেশের ভবিষ্যত নির্ভর করছে:অমিত শাহ
অমল গুপ্ত, গুয়াহাটিঃ গোপীনাথ বরদলৈ অসমকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছিলেন। অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের ভবিষ্যৎ মানে ভারতের ভবিষ্যৎ। সেই ভূখণ্ডের শান্তি, সম্প্রীতি সুরক্ষা, সমৃদ্ধি সুনিশ্চিত করা বিজেপি দলের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে বিজেপি কাজ করে যাচ্ছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের কয়েকটি জেলার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্য রাষ্ট্রিয় প্রেক্ষাপটে নানা কথা বললেন। তিনি কংগ্রেস দলের পারিবারিক কেন্দ্রিক রাজনীতির কড়া সমালোচনা করে বলেন, কংগ্রেস কেরলে মুসলিম লীগ, পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফ অসমে বদরুদ্দিন আজমলের সঙ্গে সমঝোতা করে অসমে অনুপ্রবেশকারীদের হাত শক্ত করছেন। তিনি বলেন, অসম আন্দোলেরর সময় গুলি চালিয়ে কংগ্রেস সরকার বহু যুবককে হত্যা করেছিল সেই কংগ্রেস দলের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তার অভিযোগ কংগ্রেস সরকারের আমলে অসমের নামঘর কাজিরঙা বেদখল হয়েছে, জন বিন্যাসের ভাঙ্গন ধরেছে। তিনি দাবি করেন, বিজেপি সরকারের গত পাঁচ বছরে আন্দোলন হয়নি। ১০ জঙ্গি সংগঠনের ২০০০ ক্যাডার আত্মসমর্পণ করেছে। কার্বিআংলঙের জঙ্গিরা করবে। জাতীয় রাজনীতিতে মোদি সরকারের সফলতা নিয়ে বলেন কেন্দ্রীয় সরকার বিগত ২০১৯ সালের ৫ আগস্ট একদিনে রাতারাতি সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্বু কাশ্মীরকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে সামিল করেছেন। ৫০০ বছরের রামমন্দির সমস্যা সমাধান করেছেন। তিন তালাক বিধি বাতিল করে মুসলিম মহিলাদের প্রতি অন্যায়ের বিচার করেছেন। দেশে ৬০ কোটি টয়লেট নির্মাণ করে দিয়ে মহিলাদের সম্মান রক্ষা করেছেন। ১৩ কোটি পরিবারে গ্যাস সিলিন্ডার বিতরণ করে জ্বালানি কাঠের ধোঁয়া থেকে রক্ষা করেছেন। গুয়াহাটি টাউনহলের ব্যাবস্থাপনায় এই ভিডিও কনফারেন্সে অধিকাংশ জেলার সঙ্গে সংযোগ ঘটিয়ে অভিনব এই প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে অমিত শাহ সব প্রশ্নের জবাব দেন। তিনি কেন্দ্রীয় সরকারের ভবিষ্যত কর্মসুচির কথা জানিয়ে বলেন, ২০২২ সালে দেশের প্রতি পরিবারে ঘর ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে কেন্দ্র। করোনা উদ্ভুত পরিস্থিতির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা খুব ভাল কাজ করেছেন। কেন্দ্র এই সংক্রমণ মোকাবিলা করতে কেন্দ্র ৮৬০ কোটি টাকা বরাদ্দ করেছিল। অসমে টিকাকরণ শুরু হয়েছে। এপর্যন্ত ৫ লাখকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অসমে আজ বিজেপির রাষ্ট্রিয় সভাপতি জে পি নাড্ডা নির্বাচনী প্রচার চালান। তিনি অসমের উন্নয়নের কথা বলেন, বিজেপি সব সভাতে বিশেষ করে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ আই ইউ ডি এফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে নানা আপত্তি কর ভাষা প্রয়োগ করে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন।









কোন মন্তব্য নেই