Header Ads

আহত বাঘ আরও ভয়ানক : মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতের রোড শো

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা হাজরা মোড় থেকে প্রায় ৫ কিলোমিটার হুইল চেয়ারে মিছিল করলেন। তিনি বললেন, তাকে আক্রমণ করে দমানো যাবে না। আহত বাঘ আরও ভয়ানক, বাংলার মানুষ  মেনে নেবে না। তিনি এই আহত অবস্থায় গাড়িতে চেপে দুর্গাপুর গেলেন। বললেন, এবার খেলা হবে। তিনি   বলেন, আমার উপর আস্থা রাখুন।  কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ খড়গপুরে রোড শো করেন।   বিজেপি প্রার্থী হিরণ চট্টপাধ্যায়ের সমর্থনে  প্রায় ১ কিলোমিটার শো করেন। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন।  বিজেপি সভাপতি দিলীপ ঘোষ  কৈলাশ বিজয় বর্গীয়   পাশে ছিলেন। অমিত শাহ গাড়িতে দাঁড়িয়ে গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়ে   দেন। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়।  তিনি বলেন, পরিবর্তন হবেই। দিদিকে যেতেই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.