কোটি টাকার ও বেশি মদ বাজেয়াপ্ত
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ নির্বাচন বিভাগ আচরণ বিধি কঠোরভাবে পালন করার
জন্যে ফ্লাইং স্কোয়ার্ড কে সক্রিয় করে তুলেছে। রাজ্যের
বিভিন্ন এলাকায় মদ,টাকা, প্রভৃতি বাজেয়াপ্ত
করা হচ্ছে।আজ পর্যন্ত 23 টি নির্বাচন আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটেছে।
এপর্যন্ত নগদ টাকা সহ প্রায় দু-কোটি টাকার
সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।তারমধ্যে এক কোটি টাকার বেশি
মদ ধরা হয়েছে বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই