চলে গেলেন মালুগ্ৰাম বিশিষ্ট ব্যক্তিত্ব সরজিৎ পুরকায়স্থ
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : চলে গেলেন শিলচর মালুগ্ৰাম শিববাড়ি রোডের ভি আই পি লেনের বর্ষীয়ান ব্যক্তিত্ব সরজিৎ পুরকায়স্থ। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বৎসর। রেখে গেছেন স্ত্রী অঞ্জলি পুরকায়স্থ, একমাত্র পুত্র সত্যজিৎ পুরকায়স্থ (অলক), পুত্রবধূ, দুই নাতি সহ অসংখ্য গুণমুগ্ধ ও আত্মীয়স্বজনকে। অমায়িক ব্যক্তিত্ব সরজিৎ পুরকায়স্থ , হাফলং এর ভূমি সংরক্ষণ বিভাগে বড়বাবু হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি 1986 সনে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। কাছাড় ফরেস্ট ডিভিশন ও ভূমি সংরক্ষণ বিভাগ যৌথ থাকাকালীন সময়েও তিনি কাছাড় ফরেস্ট ডিভিশনেও কর্মরত ছিলেন । ভূমি সংরক্ষণ বিভাগ আলাদা হয়ে যাওয়ার পরে, তিনি হাফলং এ ভূমি সংরক্ষণ বিভাগে দায়িত্ব গ্ৰহন করেন। তার মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন দিল্লীস্থিত আন্তর্জাতিক সাংবাদিক তথা নয়া ঠাহরের জাতীয় পরামর্শদাতা সম্পাদক রত্নজ্যোতি দত্ত এবং নয়া ঠাহরের বরাক ব্যুরো চীফ্ শুভ সুন্দর দেব চৌধুরী ।
কোন মন্তব্য নেই