Header Ads

অসম আন্দোলনের তথ্যসমূহ একত্রিত করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখার এক উল্লেখনীয় পদক্ষেপ অসম সরকারের

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল শহিদ দিবসের পবিত্র দিনে শহিদ পরিবারের উপস্থিতিতে ঐতিহাসিক অসম আন্দোলনের তথ্য সম্বলিত গ্রন্থ অসম আন্দোলনর তথ্যকোষ, প্রথম খণ্ডঃ উকমুকলির পরা উদ্গীরণলৈ (১৯৭৮-১৯৮০)র শুভ উন্মোচন করেন। অসম আন্দোলনের তথ্যসমূহ একত্রিত করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার এক উল্লেখনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকার।

অনুষ্ঠানে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, চন্দ্রমোহন পাটোয়ারী, অতুল বরা, কেশব মহন্ত, মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেষ গোস্বামী, মুখ্যমন্ত্রীর আইন উপদেষ্টা শান্তনু ভরালী, বিধায়ক তথা হাউসফেডের অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস, সাংসদ কুইন ওঝা, বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা সহ অসম সরকারের উচ্চপদস্থদের সঙ্গে সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.