Header Ads

ডিসেম্বরে অসমে নির্বাচন প্রচার চালাতে আসছেন আসাউদ্দিন ওয়াইসি

 


নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটিঃ অসমে আসছেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি! বিভিন্ন সময় নানান ধরনের বিতর্কিত, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করা ওয়াইসির এবার লক্ষ্য অসমের ২০২১ সালের বিধানসভা নির্বাচন। অসমের AIMIM -এর ১০ জন প্ৰাৰ্থী দাঁড় করাতে চাইছেন বিতৰ্কিত আসাউদ্দিন। সেই উদ্দেশ্য চরিতার্থ করতে সংখ্যালঘু মানুষকে উসকানিমূলক কথাবার্তা বলে আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে তিনি আসছেন অসমে। ইতিমধ্যে সংখ্যালঘু লোকেদের আকৃষ্ট করতে সক্ষম হওয়াAIMIM প্রধানের তৎপরতায় বিহারের নির্বাচনেও ৫ বিধায়ক জয়ী করাতে সক্ষম হয়েছে।

উল্লেখ করা যায় যে, বিভিন্ন মহলে চর্চা চলা অনুযায়ী, বিজেপির সাথে ভিতরে বোঝাবুঝি আছে ওয়াইসির। ওয়াইসির মাধ্যমে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করানোর চেষ্টা করা হচ্ছে বলেও চলছে ব্যাপক চর্চা।

অসমে ওয়াইসির দল মুসলমান সংখ্যাগরিষ্ঠ ধুবড়ি, দক্ষিণ শালমারা, জলেশ্বর, মানকাছাড়, গোয়ালপাড়া পূর্ব, গোয়ালপাড়া পশ্চিম, বিলাসিপাড়া পূব, বিলাসিপাড়া পশ্চিম, গৌরিপুর এবং গোলকগঞ্জ এই ১০টি কেন্দ্রে প্রার্থিত্ব প্রদান করা হবে বলে ইতিমধ্যে প্রচার চালাচ্ছেন প্রাক্তন বিধায়ক রসুল হক।

উল্লেখিত কেন্দ্রগুলিতে ওয়াইসিকে স্বাগতম জানানোর জন্যে ব্যানার পোস্টারিং করা হচ্ছে। এর পাশাপাশি গুয়াহাটির গণেশ মন্দিরের সামনের রাস্তাতেও এই ব্যানার পোস্টার ভরে গিয়েছে।

ডিসেম্বর মাসের ভিতরই ওয়াইসি প্রথমবার নির্বাচনী প্রচারের জন্যে আসবেন বলে আমাদের সাংবাদিককে জানান। 

ইতিমধ্যে, তিনি কখন, কোন পরিস্থিতিতে অসমে আসবেন সে নিয়ে সম্পূর্ণ আলোচনা চলছে এবং এক সপ্তাহ পর ডিসেম্বর মাসের কোনদিন অসমে তিনি আসছেন তা নিশ্চিত করবেন বলে জানান।

তিনি আরো বলেন, “তাঁকে অসমে আসতে কেউ বাধা দিতে পারবে না

এদিকে, আসাউদ্দিন ওয়াইসির অসম ভ্রমণ বা নির্বাচনী প্রচারের জন্যে আসাটা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আঞ্চলিক গণ মোর্চার নেত্রী মীরা বরঠাকুর।

তিনি বলেন, “আসাউদ্দিন ওয়াইসির অসমে প্রবেশ করাটা গ্রহণযোগ্য নয়।এই ব্যক্তি সমগ্র ভারতে মুসলমান মুসলমান বলে হিন্দু-মুসলমানের মধ্যে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, “এই পোস্টার অসম থেকে ছিঁড়ে ফেলা উচিৎ। এই পোস্টারগুলো আমাদের নজরে এসেছে। তাঁর দল হায়দ্রাবাদে সীমাবদ্ধ থাকুক। অসমকে ফের সাম্প্রদায়িক বিষবাষ্পে ভাগ করতে দেয়া হবে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.