Header Ads

কৃষক সংগঠনের ‘ভারত বন্ধ’, বিভিন্ন স্থানে বন্ধের প্রভাব সর্বাত্মক

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে কৃষক সংগঠন মঙ্গলবার বন্ধের আহ্বান জানিয়েছে। গত ১১ দিনে দিল্লির সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করা কৃষক সংগঠন এবং সরকারের মধ্যে আলোচনার কোনো সুফল বের হয়নি। অবশ্য এর মধ্যে ৯ ডিসেম্বর আবার একবার কৃষক সংগঠন ও কেন্দ্র সরকারের মধ্যে আলোচনা হবে। কিন্তু তার আগে সকল কৃষক সংগঠনরা ভারত বন্ধের আহ্বান জানিয়েছিল।

কৃষক নেতা বলদেব সিং বলেন, এই আন্দোলন কেবল পাঞ্জাব কৃষকদের নয়, বরঞ্চ সমগ্র দেশের কৃষকদের। আন্দোলন শক্তিশালী করতেই আমরা ভারত বন্ধের আহ্বান জানিয়েছি। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্ধ। দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ বন্ধ ছিল। হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে সব হাট বন্ধ ছিল। কিন্তু বিবাহের অনুষ্ঠানগুলিকে এই বন্ধের থেকে রেহাই দেওয়া হয়েছে। এম্বুলেন্স ও জরুরিকালীন সেবাকে রেহাই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কংগ্রেস, টিআরএস, দ্রমুক, শিবসেনা, সমাজবাদী পার্টি, আপ সহ অন্যান্য পার্টিরা কেন্দ্রীয় সরকারের গঠন করা কৃষি আইনের বিরুদ্ধে কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.