Header Ads

ভারতে কোভিড ১৯ ভ্যাকসিন খুব শীঘ্রই চলে আসবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

নয়া ঠাহর ওয়েব ডেস্ক : ভারতে খুব তাড়াতাড়িই কোভিড-১৯ ভ্যাকসিন চলে আসবে বলে সর্বদলীয় বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও জানিয়েছেন, প্রথম যারা ভ্যাকসিন পাবে তা নিয়েও কেন্দ্রের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে ভ্যাকসিনের দাম নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়ে দ্বিতীয়বার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশবাসীর স্বাস্থ্য সরকারের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহেই তিনটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, অনেক দেশের থেকে আমাদের প্রস্তুতি অনেক ভাল।

এদিনের সর্বদলীয় বৈঠকে ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.