Header Ads

বদরপুর মন্ডল অনুসূচীত জাতি মোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন


সুব্রত দাস,বদরপুর: একুশের নির্বাচনের কথা মাথায় রেখে গেরুয়া শাষক দল এখন থেকেই মাঠে নেমে পড়েছে । দলকে মজবুত করার জন্য গঠন করা হচ্ছে বিভিন্ন মোর্চা। বিরোধী দল গুলোকে প্রতিহত করতে এবার নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে গেরুয়া দল।বৃহস্পতিবার শ্রীগৌরী কুঞ্জময়ী এল পি স্কুলে বদরপুর মন্ডল অনুসূচীত জাতি মোর্চার নবগঠিত কমিটি এস সি মোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।নবাগত সভাপতি ঝন্টু দাসের পৌরহিত্য সভায় তেইশ জন সদস্য বিশিষ্ঠ বদরপুর মন্ডল অনুসূচীত জাতি মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এতে উপস্থিত সব বক্তাই আগন্তুক নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী সুমিতা পাল,মণ্ডল সভাপতি রূপম কুমার পাল, দিবেন্দু দাস,অকন রায়,উজ্জ্বল রায়,সঞ্জীব রায় প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.