Header Ads

চীনা আলো নয়,দীপাবলিতে জ্বলুক মাটির প্রদীপ:করিমগঞ্জ বিজেপি

সুব্রত দাস,বদরপুর: চীনা আলো নয়,দীপাবলিতে এবার ব্যবহার হোক মাটির প্রদীপ।এই বার্তা নিয়ে করিমগঞ্জ বিজেপির কর্মসূচি। দীপাবলি উৎসবের আগে বাজার ছেয়ে যেতো কম দামী চীনা আলোয়।কিন্তু লাদাখে ভারত-চীন সীমান্তে সংঘাতের আবহ এবং মোদীর আত্মনির্ভর ভারত গড়ার স্লোগানকে হাতিয়ার করে চীনা আলো বর্জনের ডাক দিল বিজেপি।বর্তমান ভারতের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর"আত্মনির্ভর ভারত" এর সংকল্পে আজ করিমগঞ্জে ষ্টেশন রোডে (গঙ্গা ভাণ্ডারের সন্মুখে) করিমগঞ্জ জেলার যুব মোর্চার উদ্যোগে মৃৎশিল্পীর জীবিকা পুনুরুজীবিত করার উদ্দেশে মাটির প্রদীপ বিতরণ কার্যসূচি রাখন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি অমিত পাল ও অন্যনরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.