Header Ads

কবিতা

 আশুতোষ দাস


 শববাহী


শববাহীগাড়ি কবিকে এখন নিয়ে যাচ্ছে,

সময় চুপটি করে বলে যাচ্ছে, 

আমি তোমাকে কক্ষনো যেতে দেবোনা- কোথাও,

এই  বলে জাপটে নিয়েছে তার কৃতির ফসল আরো অনেক অনেক কিছু, 

তবু শববাহকের গাড়ি যাচ্ছে।

যেমনি ছুটছে নদী,

মেঘ এসে বললো কবির সঙ্গে সখ্য, 

 জন্ম জন্মান্তরের বলতে পারো, সারাবেলা তার সঙ্গে খুনসুটি করি আমি,

কখনোবা নক্ষত্র ছড়িয়ে  গড়িয়ে পড়ছি চেতনার গভীরে অসীমে। 

কুসুম বললো আমার খেলার সঙ্গী, তাকে কখনো কোথাও ছেঁড়ে দেওয়া যায়না, তাই শববাহকের গাড়িতে রয়েছি, কবর অবধি।

তাই আকাশের মতোকবি

 মৃত্যুহীন, অক্ষয় অম্লান।


(কবি অলোক রঞ্জন দাশগুপ্তের মৃত্যুতে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতাটি লেখা। )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.